কথায় কথায় হয় কথা মালা
ধীরে ধীরে বাড়ে অন্তর জ্বালা ।
পুড়ে পুড়ে হৃদয় হয়েছে কালো
যত পার জ্বালো আগুন জ্বালো ।


না পোড়ালে হয় না খাঁটি সোনা
কয়লার সাথে রয় লেনাদেনা,
আলোকিত হয় সোনার অলংকার
নিখুঁত ভালোবাসা হয় অহংকার ।


যাপিত সময়ের দলিল দস্তাবেজ স্মৃতির পাতায়
অলিখিত উপন্যাস, উপাখ্যান খুঁজে চলমান ধারায় ।  
ইচ্ছে হলে বইয়ের মোড়ক খুলে পড়ার সাধ্য কই
রোমন্থন স্মৃতির হাতছানিতে ধাবমান জীবনের খেই ।


ব্যথায় ব্যথিত প্লাবিত মন
বিরহে কাটে অলস অসার ক্ষণ,
জেগে জেগে চোখে ভাসে কল্পনা
নানান জল্পনায় বৈরি সম্পর্কের সীমানা ।


অলিখিত দলিলের শেকড় হয় না
অনুসন্ধানী মন অনুভবে কূল পায় না ।
অগভীর সম্পর্কের গভীর আস্থা
সৃষ্ট কষ্টে সকাল বিকাল হেনস্তা ।  


বিশ্বাস বিকল্প ধারায় দিয়েছে পাড়ি
দুর্বল হয়েছে সম্পর্কের নাড়ী ।
ভাঙ্গনের সুর বাজে স্যাক্সোফোনে
চঞ্চল হৃদয় বেঁধেছে ঘর শান্ত কাননে ।


২৯/১০/২০১৮ ইং, ১৪ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ ।
দুপুর ১ ৩০ মিনিট ।