তোমাদের আত্ম্যত্যাগে রহিব বিলীন
আধুনিকতার ছোঁয়ার বাংলা অমলিন ।
স্মৃতির ব্যঞ্জনায় দুমড়ে উঠে ক্ষত
রক্তে রঞ্জিত ভাষাকে রেখেছ অক্ষত ।

বাংলায় চলি বাংলায় বলি বাংলায় কৃত কর্ম
৫৬ হাজার পরিধিতে কত চেতনার ধর্ম ।
যান্ত্রিক জগতে ভাষার জমিন হোক সমাদৃত
তোমাদের অবদানে আজ বাংলা আদৃত ।  


নিখিল জাহানে যুগের প্রয়াণে ভেসে যায় সভ্যতা
শেকড়ের শিক্ষা ভুলে গেলে ফিকে হয় মানবতা ।
শাণিত চর্চায় বিকশিত হোক আমার বাংলা ভাষা
ভবিষ্যৎ কাণ্ডারিদের নিকট আলোর দৃঢ় প্রত্যাশা ।  


ভয়ে ভীতু হয় দুর্বল চিত্তের সৃষ্টির সেরা জীব
আমরাতো ভাই লড়াকু জাতি কেন থাকব নির্জীব ?
আমরা ও পাড়ি দেখাতে সম্মান জ্ঞানগর্ভের পূজারী কে
চেষ্টায় তেষ্টায় বাংলা সগৌরবে আলো ছড়াবে চারিদিকে ।  


৯ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ, ২১শে ফেব্রুয়ারি ২০১৯ ইং, ঢাকা ।
দুপুর ১ টা ৪০ মিনিট ।