দীপ্ত শপথে মুক্তির লড়াই মানবতার
আত্ম শক্তিতে রুখে দাঁড়াবার ।
অন্যায়ের মূল উৎপাটনে রক্তের বন্যায়
তেজী জীবনের ত্যাগে ত্বরান্বিত হবে ন্যায় ।


আকাশচুম্বী প্রত্যাশায় অন্তরের দৃঢ় প্রত্যয়ে
নির্ভীক জনতার গায়ে লেগেছে দক্ষিণা পাল, বিচ্ছেদের সংশয়ে
বেয়নেটের আঘাত, বন্দুকের গুলি মাইনের স্প্লিনটার
রুখতে পারেনি বাংলার মুক্তি কামী জনতার হুঙ্কার ।


হাঁসি মুখে জীবন বিসর্জন দিতে পিছু হটেনি বীর যোদ্ধা
নৈতিকতা বিসর্জন দিয়ে অপূরণীয় ক্ষতি করেছে কিছু বোদ্ধা
যারা আল বদর, আল সামছ, রাজাকার নামে অধিক স্বীকৃত
লোভ- লালসায় যারা, স্বীয় পরিচয়কে করেছে বিকৃত ।


কুলাঙ্গারদের দিক নির্দেশনায় কুখ্যাত হানাদার বাহিনী
বাংলার জমিনে তৈরি করেছে নির্মম কাহিনী ।
ছেলে, স্বামী হারা জননী কেঁদে বুক ভাসায় চোখের জলে
বাবার বিরহে ছোট্ট মেয়েটি মুখ লুকায় মায়ের আঁচলে ।


অসংখ্য তারামন বিবির বীরত্বে, আত্মার বলিদানে
লক্ষ লক্ষ শহীদের তাজা রক্তে অর্জিত স্বাধীনতার ময়দানে,
নতুন সূর্যের সোনালি আলোয় আলোকিত প্রান্তর
ক্লেদ ধুয়ে মুছে নব সাজে সাজুক প্রতিটি অন্তর ।


স্বাধীনতার বট বৃক্ষের ছায়ায় জোড়াক সবার প্রাণ
অগ্রজের দেখানো সরল রেখায় বজায় থাক অনুজের মান ।
দেশাত্মবোধের চেতনা জাগ্রত হোক সকলের মনে
বাহ্যিকতায় নয়, বিজয়ের বলিষ্ঠ মর্ম বাণী লালিত হোক প্রতিটি প্রাণে ।


১৩/১২/২০১৮ ইং, বৃহস্পতিবার, রাত ২টা ৩৬ মিনিট, কল্যাণপুর, ঢাকা ।