লাবণ্য ঝরিয়ে আঁকে বাঁকে
পিতলের কলসী নিয়ে কাখে
সোনার মেয়ে হেলে দুলে ঘাটে আসে,
দুষ্টু চোখে মিষ্টি হাসি
ফোটে যেন জোছনা রাশি
আলতা পরা পা চলে সবুজ ঘাসে!০১


খোঁপায় গোজা শিউলি-বকুল
যৌবন-সুধা ঢালেও দোদুল
বুকের মধু ঝরে তার অঙ্গ হেলনে,
ঠোঁটের কোণে অনেক কথা
প্রেমের জ্বালায় জমানো ব্যথা
মেঠো পথে রাখাল গায় তা সংগোপনে!০২


দিঘীর জলে ঐ ভাসা অঙ্গ
পেতে চায় শুধু প্রিয়র সঙ্গ
বর্ষার ধান ক্ষেতে যেন সে বনহংসী,
নকসী কাঁথায় লেখে সে কাব্য
জানেনা মেয়ে তার ভবিতব্য
রূপকথায় হারায় যেন সে রাজবংশী!০৩


গোবরে ফোটা সে পদ্ম অনুপম
জানেনা কবে তার আসবে প্রিয়তম
সে কথা ভেবে ফেরে সে সাঁঝের মায়ায়,
দেশের ঘরে ঘরে নন্দিতা এমন
বিশ্বের কবিকুল করে সচেতন
(তাই) ফিরুক রবীন্দ্র-নজরুল এই বাংলায়!০৪