অবগুন্ঠনটুকু ফেলে
সন্ধ্যে প্রদীপ জ্বেলে
জেগে ওঠে বাঙ্গালী ঘরের কিষাণি,
স্বামী-সন্তান নিয়ে
বঞ্চনা ডিঙ্গিয়ে
পরিচয় পায় এক স্বার্থক গৃহিণি!০১


দেশের সব কাব্য-সঙ্গীত
হারাতে বসেছে মুগ্ধ প্রেক্ষিত
সাহিত্য-অঙ্গনে তা অপূরণীয় ক্ষতি,
বিয়ে হয়েছে মৌগুঞ্জনে
মধুর এক মাধবী লগনে
তবু ফুলশয্যায় মাতেনি নব-দম্পতি!০২


এ মাটির রবীন্দ্র-নজরুল
বাকী কাজ ফেলে নির্ভুল
চলে গেছে অমৃত আনন্দলোকে,
পেছনে কাঁদে বাংলার মাটি
সৃজনী  শক্তিতে বড়ই খাঁটি
ফলাবে আরো ফসল স্বপীল চোখে!০৩


কিষাণি জীবনের কান্তি
নামায়নি কথাও সুরে শান্তি
অতৃপ্ত কাঁদে তাই কবিতা-সঙ্গীতা,
এ বাংলায় তারা এলে
ফুলশয্যাটি মাতবে দুলে
মুক্তির আনন্দে হাসবেও বন্দিতা!০৪