হে মৃত্যু-শাসিত জীবন!
তুমি বাঁচবে কত দিন আর?
দাবদাহের কাছে কেন বৃষ্টি চাও
কেন হাত বাড়াও-
হিংস্রের হাত থেকে বাঁচাতে তার শিকার??


শান্ত-সুবোধ হরিনীটি জানেনা
হিংস্র এসে বার বার দেবে হানা
তার নিরালা গৃহ কোণে
তান্ডব বইবে মহুয়া বনে,
কি অপরাধ তার নিরামিষ বাঁচায়?
হিংস্র-বেশী মৃত্যু!-বলে দাও আমায়!


যৌবনের কিযে স্বাদ যদি না পায়
অনন্ত যৌবনা
ধর্ষক আন্মনা
গিলে খাক তার সুধা যত গুপ্ত,
বয়ে যাক ধ্বংসের ঝড় দুর্নিবার
বসন্ত হোক চিরতরে লুপ্ত!


বাঁচতে চাওয়াই যদি হয় অপরাধ
তবে কেনই বা এ জীবন?
অমানিশা তবে ঢেকে দিক চাঁদ
মৃত্যুরই হোক তবে নব জাগরণ!