রবি ঠাকুর গেয়েছেন বিবাগীঃ
“আমার যে সব দিতে হবে, সেতো আমি জানি”,
সাঁঝের বেলায় মনটা কেঁদে ওঠে অনুরাগী
মিলন মাধুর্যে ফোটে যেন বিদায়ের বাণী!


সকালে কুড়িয়েছি বনের যত ফুল-ফল
মনে পড়েনি তখন দুপুর বেলার কথা,
দুপুর গড়িয়ে বিকেলে মেতেছি অনর্গল-
প্রমত্ত খেলায় ভাবিনি বিদায়ী ব্যথা!


খেলার বান্ধবী যৌবনে হয়েছে সাথী
জলকেলি মত্ত কেটেছে যৌবন সরোবরে,
আনন্দ উন্মত্ত প্রিয়া পরিয়েছে মালা গাঁথি
ভুলেছিলাম সে ব্যথার কথা তারই প্রেমডোরে!


সন্তান-সম্পদে কেটে গেছে রঙিন দিন
ভাবিনি কখনো-এ সবই ছেড়ে যেতে হবে,
হঠাৎ সমাজ-সংসার হতে লাগলো অচিন
তবুও এঁটে ধরেছি মাটি প্রতিপত্তি-বৈভবে!


আজ মনে পড়ে কবি নজরুলের বিদায়ী গানঃ
“আমার যাবার সময় হলো-দাও বিদায়,”
কে দেবে বিদায়? দিগন্তে ডাকে পরমপ্রভূ সুমহান
তাই করুণ বেহালার বিষাদ ঝরে মায়াময় সন্ধ্যায়!