কত আর পুড়ে অঙ্গার হবো
বঞ্চনা বহ্নির দুঃসহ দহনে-
কত আর ঝরবে শ্রাবণের মেঘ-
পুঞ্জিভুত তৃষিত নয়নে?


তুমি আসবে বলে ওহে সুজন
আজো হাড্ডিসার দাঁড়িয়ে আমি,
প্রহরের পর প্রহর গুনে যাই
তবু এলে না জীবন-স্বামী!


কুমারী-হাতে প্রদীপ জ্বলে
প্রাণ আনচান করে সাঁঝে,
এ জীবনে আমি বড়ই কাঙাল
একটি বারও দেখলে না যে!


বিরহের ভায়োলিনে আজো গাই গান
কন্ঠে মিলনের সুর।
জানি, শোন নি আজো সে সুর গান
তুমি যে বড় নিষ্ঠুর।


তোমাকে আমার কত যে প্রয়োজন
একটি বার যদি তা জানতে,
তা হলে নিশ্চিত দাঁড়াতে এসে
বেদনার এ সীমান্তে।


কিন্তু আমি আশা ছাড়িনি আজো
তোমারই ছিলাম আছিও বহাল,
যদিও এখন গভীর কালরাত
জানি আসবেই সেই নিশ্চিত সকাল।