কি করে বলি সেই সত্য-কবি?
সন্ত্রস্থ প্রেক্ষিতে ফুলকলি অবরুদ্ধ
প্রশ্নবিদ্ধ তাকায় বুঝি মাটির পৃথিবী
বাঘে-হরিণে কখনো হয় কি সাম্যের যুদ্ধ??
রত্নের যত্নেও ভাঙ্গে নন্দিনীর দুল-
নিজভূমে পরবাসী কাঁদেও ব্যাকুল!


নদীরাও কাঁদে ঐ সমুদ্র গর্জনে
বাতাস বয়ে চলে বিভ্রান্ত, উদাসী
অগ্নিগিরি ফেটে পড়ে অগ্নি বর্ষণে
কিষাণির নবান্ন কাঁদায় পিশাচের হাসি,
সূর্যপ্রতিম কবিরাও বেদনায় নীল-
মৌমাছি মধুবনে পথ খোঁজে অনাবিল!


যন্ত্রণা বিষে অশ্রুসিক্ত নিসর্গ-কুমারী
রক্তাক্ত পায়ে হাঁটে অভীষ্টের পথিক
ভিন গ্রহে পুনর্বাসন চায় যত নভোচারী
প্রজাপতি উন্মত্ত দ্যাখে-কাঁটাকুঞ্জ চৌদিক,
জনপথ রাজপথ রাঙামাটি কি আকাশ পথ-
বহুকষ্টে পেরোয় ধীরে শতাব্দির মনোরথ!


ডোবা-নালায় কটাক্ষে তাকায় ক্ষুব্ধ মশা-মাছি,
রক্ত ঝরায় চোখের ধারায় আজও বেঁচে আছি!