পাপ অপরাধে ভরা
সুন্দর বসুন্ধরা
তবু বিষে ভরে জীবন পাত্র দৈনিক,
মেঘ ঢাকা চাঁদ দোলে
নীল আকাশের কোলে
সামনে এগোবার শক্তি হারায় সৈনিক!


দুরন্ত উল্লাসে
বসন্ত বাতাসে
ভেসে আসেনা সুধা ঝরা ফুলগন্ধ,
মধুময় সে আবেশ
হয়ে গেছে নিঃশেষ
নিপীড়িত সমাজে নেই লহরী-ছন্দ!


(তাই) মাতৃ জরায়ূ ছিঁড়ে
ক্ষুব্ধ জনতার ভিড়ে
আবির্ভূত হও ওহে বীর্যবান,
ক্ষুধা ও ত্রাসের সমাজে
যোদ্ধার কড়া সাজে
দাঁড়াও সময়ের সাহসী সন্তান!