জাদু জানে তোমার ঐ দুটি আঁখি,
তাই তোমাতে বিবশ হয়ে থাকি।
কাজলে যবে সাজিয়ে রাখ চোখ,
প্রিয়া আমি চেয়ে থাকি অপলক।


হাওয়ারা যবে তোমার এলো কেশে;
মিষ্টি হেসে বারবার ছুটে আসে,
কপালে যবে কালো টিপ আঁকো
উদাসী চোখে দূরে তাকিয়ে থাক,
ঠোঁটের ফাকে ফোটাও যবে হাসি;
যবে মুখে ঝরে শব্দ রাশি রাশি,
আর যখন নাকে পড় নোলক,
প্রিয়া আমি চেয়ে থাকি অপলক।।


রচনাকাল ০১/১০/১৫
কৃষ্ণপুর।