(১)
নতুন করে প্রকৃতিটা সেজেছে খুব আজ,
আগে কভু দেখিনি এমন কৃষ্ণচূড়ার সাজ।
অপেক্ষারা পেয়েছে আজ কবিতাতে ঠাঁই,
কারনটা আর কিছুই নয় তুমি আসবে তাই।


ঐ তো দূরে আকাশ জুড়ে চলছে মেঘের খেলা,
আসবে তুমি সেই ভেবে আজ কাটছে না মোর বেলা।
উৎকণ্ঠা নিয়ে বসে আছি জানালাটার পাশে,
দেখছি দূরে মেঘ গুলো ঐ কেমন ভাসে।
(চলবে…)
. _ . _ . _ . _ . _ . _ . _ . _ .


একটি ছেলের বিশেষ দুটি দিনের আবেগ বা অনুভূতি। প্রতিটি পরিচ্ছেদ দিনের ভিন্ন ভিন্ন সময়ে লেখা। পুরোটাই কাল্পনিক।
রচনা কাল - বৈশাখ ১৪২২