আমার শহর রাত কিনেছে
যন্ত্রণাদের নামে,
ঘুম নিয়েছে দীঘল ছুটি
হলুদ কোনো খামে।


বিকেল গুলো বিবর্ণ সব
আবছা আলোয় ঢাকা,
প্রিয় ঘুড়ির সুতো ছেড়া
আকাশটা তাই ফাঁকা।


এখানে আর শীতল হাওয়া
বয় না আগের মত,
হঠাৎ করেই জ্বলে উঠে
দাবানলের ক্ষত।।