আমি শিকারের কায়দা রপ্ত করিনি কোনোদিন
শিকার আমার ভীষণ অপছন্দ।
অতিথি পাখিরা আসে বছরে একবার,
আমি বৃক্ষ হতে চাই, হাওর হতে চাই
আক্ষেপ নিয়ে দাঁড়িয়ে থাকি দূরে।
আমি ভালোবাসি যে অতিথি পাখিকে
তাকে শব্দের কৌশলে শিকার করে নেয় অন্যকেউ।
অতিথি পাখিরা শীত বুঝে- হৃদয়ে জ্বলে ওঠা
লাভার নিদারুণ যন্ত্রণা বুঝে না।
"পূর্ণামৃতা" বস্তুত একটি অতিথি পাখির নাম।