তুমি তো দাবার ঘোড়া,
এক লাফে আড়াই ঘর দিতে পারো পারি।
তোমার দাপটের নিকট তাই,
আমি সর্বদাই হারি।


রাজার আসনে বসে কভু,
দেখাতে হয়না দাপট।
আসুক পথে যতই বাঁধা,
হাঁটতে হয় ধীরে পথ।


ছুটতে পারো দ্রুত তুমি,
তাই বলে তোমার হবে নাতো জয়।
দ্রুততার হয় কিন্তু,
অধিক বেশী ক্ষয়।


সংযত থাকো নিজে,
ভেবে দেখো সব।
অহেতুক কভু তুমি,
করো নাকো রব।


দাবার ঘোড়ার চেয়ে,
মন্ত্রী চলে অধিক ধীরে।
কে জয়ী কে ক্ষয়ী,
দেখো তুমি ফিরে।