হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান,
করি মোরা জাতের ব্যবধান।
কেন হইলা তুমি ভিন্ন জাত?
ইহা লইয়া গঠে কত আঘাত।
চলে না সবাই ইমানের পথে,
হিংসে শুধু কে কোন জাতে।
মানুষ মোরা হয়েছি কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্ত,
অথচ ধার্মিক হইতে মোরা অধিক ব্যস্ত।
মুসলিম খায়না শুকর হিন্দু খায়না গরু,
নারী পাইলে দুজনে মিলে করে খাওয়া শুরু।
সুদ ঘুষ খাইলে হয় বড় পাপ,
তবুও সুদ ঘুষ খাওয়া হয়ে গেছে সবার স্বভাব।
দোহাই শুধু দেয় আমি আমার ধর্মের,
কিন্তু ঠিক নেই তার ধর্মের কোন কর্মের।
আমি হলাম হিন্দু আমিই যাবো স্বর্গে,
এই ভেবে তার দিন কেটে যায় রঙে।
মন জুড়ে তার নেই কোন মানবতা,
কিছু বললে শুনায় সে ধর্মের বাণী কথা।
আমি হলাম মুসলিম বেহেশত মোর ঠেকায় কে?
এই আনন্দে মনে লইয়া ঘুরে বেড়ায় সে।
মাগরীব যায় এশা যায় ফুরায় না তার কাজ,
ফজর গেলো বিভোর ঘুমে সে পড়লনা আর নামাজ।
ত্রিশ রোজার আটাশ গেলো সে রাখলনা কোন রোজা।
অন্যকে শুধায় সে ধর্মের পথে না চলিলে আল্লাহ দিবে তোমায় সাজা।
নিজের ইমান ঠিক রেখে অন্যকে পরে শুধাও।
কারো সাথে বিবাদ না করে ধর্মের কথা তাহারে বুঝাও।
হিন্দু মুসলিম সকল জাতি মোরা সবাই ভাই ভাই,
সকলে মিলে যেন ধর্মের পথে যাই।
উপর আল্লাহ সবি বুঝে সে জগতের চিন্তামনি,
যার যার কর্ম গুনে ঠাঁই দিয়েছেন তিনি।
মিলেমিশে থাকি সাবাই আমরা একই ঈশ্বরের দান,
সবাই ধর্মের পথে চলে গাই এক সৃষ্টিকর্তার গুনগান।