মাথার ঘাম পায়ে ফেলে খেটে যাও তুমি অবিরাম,
কোন মূল্যেই হবেনা সুদ তোমার এই কষ্টের দাম।
রোদে পুড়ে কত কষ্ট করে করেছো তুমি পালন মোরে,
কি করে মিটাবো সেই দেনা ভাবনা শুধু হৃদয় জুড়ে।
কত আদর স্নেহ দিয়ে ডেকে রেখেছ মোরে ছায়ার মত,
শতবার তোমার চরণে তাই করি মোর মস্তক নত।
তোমারই হাত ধরে এ ভুবনে প্রথম চলতে শেখা,
তুমিই মোর প্রথম শিক্ষা গুরু সেইদিন থেকে দেখা।
আমার জীবনে পাওয়া নৈতিকতা সেও তো তোমারই দান,
তাইতো এ জগতে তুমি মোর বেঁচে থাকার প্রাণ।
এ দুনিয়ার বুকে আমি হতে পেরেছি যতটুকু মহান,
তুমিই রয়েছো তার মূলে সবি তোমারই অবধান।
তোমার এত ঋণ পারবো না সুদ করতে কোনদিন,
তবুও তোমার হৃদয়ে মোরে দিয়ো গো স্থান চিরদিন।