জীবনে চলার পথে,
মুখ থুবড়ে পড়ে গেছি বহুবার।
কেউ তাকায়নি পিছন ফিরে,
সবাই ছুটেছে নিজের গন্তব্যে।
সবার দৃষ্টিকোণে যেন ভেসে উঠেছিল,
আমি ডাস্টবিনের এক নিকৃষ্ট জঞ্জাল।
তাই কেউ কাছে আসেনি,
হাত বাড়িয়ে কেউ বলিনি উঠে আয়।
জীবন চলেছে কত ভুল পথে,
কেউ দেখায়নি সঠিক পথের সন্ধান।
কত দুর্বার পথ পারি দিয়ে,
নিজেকেই খোঁজেতে হয়েছে সঠিক পথ।
কেউ কাছে আসেনি কেউ ভালোবাসেনি,
সবাই শুধু নিজের সার্থেই ছুটেছে।
আজ জীবন দেয়ালের এক প্রান্তে এসে ঠেকেছে,
এখানে এভাবেই থেমে থাকব দেয়াল ধরে।
আমি আর ছুটবনা কিছু পাওয়ার আশায়,
আর হাঁটব না দুর্বার পথে।
সবাইকে আমার থেকে দূরে রেখে,
এখানে একাকী করে যাবো বসবাস।