প্রবাসীর জীবন হায় বেদনায় ভরা,
দেখেনা চেয়ে কেউ তাদের অশ্রধারা।
চোখের অশ্রু লুকিয়ে মুখে লয়ে অট্রহাসি,
দিনের পর দিন পার করে দেয় দূর প্রবাসী।
দিবানিশি খেটে যায় নেই কোন ক্লান্তি।
প্রিয়জনদের সুখে রাখে এটাই ওদের শান্তি।
শূন্যতা বুকে লয়ে পরে থাকে দূর দেশে,
কাছে টেনে নেয়না কেউ তাদেরকে ভালোবেসে।
মাতা পিতা ভাই বোন সবি রেখে দূরে,
জীবিকার তাগিদে পরে থাকে দূরে।
সম্মান জানাই তাদের লক্ষ কোটি বার।
তাদের জন্য গড়ে উঠুক ভালোবাসার পাহাড়।