কবে আসবে আবার দিন?
মানবের মুখে হাসি ফুটবে সীমাহীন।
বিধাতা কবে দিবে মোদের মুক্তি?
কেরে নেবে মহামারির অধম্য শক্তি।
কবে হবে শেষ মানবের এত হাহাকার?
শুরু করবে মানব আবার সুখেরী সংসার।
কবে হবে শেষ এত যাতনা?
বিদায় জানাবো মানব সব লাঞ্চনা।
পৃথিবী কবে আবার সাজবে রঙিন রুপে?
আনন্দ ধারা বইবে দিকে দিকে।
কবে হবে শেষ মানবের দিন গুনা?
মহামারি আর নেই এ বাক্য যাবে শুনা।
পৃথিবীটা নতুন রুপে গড়ে তুলো আবার,
খোদা তোমার তরে শুধু রইল এই আবদার।