পৃথিবী আজ থমকে গিয়ে হয়ে আছে নির্বাক,
চারদিকে মৃত্যুর খেলা দিচ্ছে যেন ঘূর্ণিপার্ক।
পৃথিবীর বুক জুড়ে আজ মৃত্যু মৃত্যু সংলাপ,
দিকে দিকে তাই শুনিতে পাই মুক্তির প্রলাপ।
একের পর এক মৃত্যু হইতেছে নিত্য দিন,
মেলেনি হিসাব হবে যে কত প্রাণহীন।
হিসাবের খাতা খুলে দেখছে যখন বিশ্ব,
লিখা আছে কত প্রাণ যাবে তাতো অদৃশ্য।
কত জনে গুনিতেছে দিন মরি না বাঁচি,
মৃত্যুর বোঝা মাথায় নিয়ে মোরা বেঁচে আছি।
দেখেনিতো আগে কেউ পৃথিবীর এমন রুপ,
আতঙ্কে তাই বিশ্ববাসী হয়ে গেছে নিশ্চুপ।
দেখেছে পৃথিবী, কত লোক হয়ে কর্ম শুন্য,
জুটাতে পারেনি তাদের ঘরে দু'বেলা অন্ন।
থমকে গেছে কেউ অধিক হাহাকারে,
অর্থের প্রয়োজনে ঘুরছে সে ধারে ধারে।
জনাকীর্ণ শহরটাও হয়ে আছে নিস্তব্ধ,
কারন পৃথিবী যে করে দিছে সবি তালাবদ্ধ।
পাবো কবে মুক্তি হবে না আর প্রাণহীন,
এই ভেবে কেটে যাচ্ছে দিনের পর দিন।