হারিয়ে গেছে ছোট্ট বেলা,
বড় হওয়ার ফাঁকে।
খেলার ছলে মধুর সুরে,
কেউ আর নাহি ডাকে।


এই পড়াতে ঐ পাড়াতে,
আর হয়না ঘুরাঘুরি।
লাটাই হাতে রঙিন ঘুরি,
কভু হয়না উড়াউড়ি।


বৃষ্টি জলে হয়না ভেজা,
হয়না ধূলায় গড়াগড়ি।
বাগানের ঐ আমটি খেতে,
আর হয়না কাড়াকাড়ি।


লাটিমটারও ঠাঁই হয়েছে,
শান্ত একটা ভূমি।
আর লাটিমের মত এখন,
ঘুরছি শুধু আমি।


পাখির বাসার পাখি গুলোও,
আছে হয়তো শান্তিতে।
ওরা হয়তো ভুগছেনা আর,
আমাদের বিভ্রান্তিতে।


একই সাথে পাঠশালা আর,
একই সাথে খেলা,
ফিরে আর পাবনা কভু,
এমন সুখের বেলা।


শৈশবের ঐ বন্ধুর মত কেউ,
জড়িয়ে ধরেনা বুক।
মনে শত ব্যথা থাকলেও,
এখন কেউ বুঝেনা দুখ।


মায়ের আদর বাবার শাসন,
পাইনা বহু দিন।
শৈশবের ঐ দিন গুলো কেন,
হয়ে গেল বিলীন।


সব কিছুর মূল্যে যদি,
সেইদিন ফিরে পেতাম।
আজীবন শৈশবের তরে,
শপে আমি দিতাম।