আমি হতে চাই এমনি এক নেতা,
ভাঙতে চাই মানুষের দূর্বলতা।
আমি মানুষের জন্য দিতে চাই মোর প্রাণ,
মানুষ যেন পায় তাদের আত্মসম্মান।
আমি নিতে চাই কাঁধে শত কষ্টের বোঝা,
মানুষ যেন অকারণে পায়না কোন সাজা।
আমি দিতে চাই মোর সর্ব সুখ বিসর্জন,
মানুষ যেন করতে পারে সুখ শান্তি অর্জন।
আমি মানুষের জন্য নিজেকে করতে পারি ক্ষয়,
মানুষ যেন দুঃখকে করতে পারে জয়।
আমি মনের সুখে কেঁদে যাবো আজীবন,
মানুষের মুখে হাসি ফুটে থাকুক সারাজীবন।
আমি দুঃখের সাথে লড়ে যাবো বাঁধাহীন,
মানুষ যেন পায় আনন্দ সীমাহীন।
আমি ন্যায়ের পক্ষে সর্বদা যেতে চাই লড়ে,
মানুষ যেনো শান্তিতে থাকতে পারে ঘরে।
আমি মানুষের জন্য করতে চাই ভালোবাসার আয়োজন,
মানুষের যেন হিংসা অংহকার করার হয়না কোন প্রয়োজন।
আমি গড়তে চাই এমনি এক দেশ,
যেখানে হবে শুধু ভালোবাসার সমাবেশ।