আমি একাকী আমার রাজপথে হাঁটবো,
করবো না সঙ্গী কারো।
জীবন যুদ্ধে জিতি বা হারি,
রাজপথ একাকী দিবো পারি।


যুদ্ধে তো জয় আসেনা সবার কাছে,
তাই বলে কি যোদ্ধা পিছিয়ে আসে?
আমার যুদ্ধ তো আমার একার,
তবে কেনো আশা করবো যুদ্ধে সঙ্গী পাবার?


কত সুন্দর সুশীল আমাদের এই ভুবন,
এ ভুবনে করবো না কাউকে আপন।
শত ঝড় বয়ে যাক এ পথে আমার,
তবুও হাঁটবো এ পথে একাকী বারবার।


জন্মেছি দুনিয়াতে আমি একা,
মৃত্যুতেও যাবো উপারে একা।
কি হবে আর চলার পথে সঙ্গী নিয়ে,
তাই চলব পথ একাকীত্ব হয়ে।


বিপদের মুখে আমি পড়েছি যতবার,
বাড়ায়নি কেউ সাহায্যের হাত একটিবার।
তাই একাকী হাঁটবো আমার রাজপথে আমি,
একাকীত্ব থাকতে দিও মোরে হে প্রিয় ভূমি।


আমার রাজপথ আমি একাকী করব জয়,
একাকী চলতে আমার নেইকো কোন ভয়।
আমার রাজপথে আমি একাকী হাঁটবো,
সারাটা জীবন না-হয় সঙ্গীহীন থাকবো।