স্বাধীনতা তোমার স্মৃতি কথা,
   ইতিহাসে আজীবন থাকবে গাঁথা।
     তোমাকে পেতে বীর বাঙালী,
          সয়েছে কতনা ব্যথা।


              বুলেট বুয়েনেট,
         আরও কতনা মারণাস্ত্র,
         সবি যে উঠেছিল গর্জে,
      বাংলার বুক করতে বিধ্বস্থ।


     শুকুন নেমেছিলো হিংস রুপে,
            এই বাংলার বুকে।
  জ্বালাও পোড়াও বলে যুদ্ধ ওরা,
         বাঁধিয়েছে দিকে দিকে।


  শুকুনের বিরুদ্ধে বাংলার বীরেরা,
       লড়েছে প্রাণের মায়া ছেড়ে।
           যুদ্ধে গিয়ে কত বীর,
     কোনদিন আর আসেনি ফিরে।


     শুকুনেরা এ দেশে করেছিলো,
              রক্ত গঙ্গা স্থাপন।
      বুকের তাজা রক্ত ঝড়িয়ে ওরা,
              করে ছিলো শোষণ।


         জ্বালিয়ে ছিলো কত গ্রাম,
            পুড়িয়েছে কত বাড়ি।
           ধর্ষনে শিকার হয়েছে,
            কতনা অবলা নারী।


        এত লুন্ঠন, এত ক্রন্দন,
        এতো হাহাকার পেরিয়ে।
        বাঙলী এ দেশের বুকে,
       এনেছে স্বাধীনতা ছিনিয়ে।


          তাইতো বাংলার বুকে,
       স্বাধীনতা তুমি এতো দামি।
     পরাধীনতার শিকল ভেঙে তুমি,
       স্বাধীন করেছো এই মাতৃভূমি।


        স্বাধীনতা তোমায় পেয়ে,
      কেঁটেছে বাঙালির আঁধার।
       তুমি বজ্রকন্ঠে বাঙালির,
     আওয়াজ তোলার অধিকার।


    স্বাধীনতা তুমি বাঙালির গর্ব,
      তুমি বাঙালির অহংকার।
         তুমি দীর্ঘজীবি হোও,
তুমি যে শ্রেষ্ঠ পাওয়া এই বাংলার।