.
আজ নিশীথে হয়েছি আমি এক যাত্রী,
এই বিশাল সাগর পথে।
গাঢ় অন্ধকার চারিদিকে ছেয়ে আছে,
লন্ঠন জ্বেলে আমি বসে আছি সাগর মাঝে।
ঢেউয়ের বেগ আসছে তেড়ে সাগরের বুকে,
চারিদিকে নীল জল দেখছি দু’চোখে।
ধূ-ধূ বইছে হাওয়া সাগরের বুক জুড়ে,
চলছে মোর বাহন খানি সাগরের বুক চিড়ে।
চারিদিকে জলরাশির এতো তোলপাড়,
এ রুপ যেন মোর মন ভুলিবার।
আজ আমি মুক্ত আজ আমি স্বাধীন,
সাগরকে করে নিয়েছি আজ মোর অধীন।
এই উত্তাল সাগর মাঝে চলবো আমি ভেসে,
আজ আমি মুক্ত হয়ে ছুটঁবো দেশ থেকে দেশে।