কে দিবে সুরে পরশ,    তালে তালে ঝুমকা নাচ
প্রেমিকা প্রেম না দিলে গোল্লায় যা;
কে নিবে হিসাব বুঝে,   রাতেতে নিবে খুঁজে
বধূরা দিশ না দিলে গোল্লায় যা।


    কে বলে সর্বনাশী    সেইত স্বর্গ দিবে
    নারীকে ছাড়া হলে   সবি যে ছাড়া হবে
    নারী ছাড়া ধর্ম নিলে
    টঙ্গি পথে 'চিল্লায়' যা!


জগতের যত বড়-বড় মুনি-ঋষি জন
কিঞ্চিত ব্যতিত সবাই নিয়েছে নারীর ছোঁয়া;
নারীকে ব্যতিরেখে যাবে না-যাবে না
আখিরাতও পাওয়া।


    নারীকে ছাড়া চলিস   তুই আরো বড় দাগী
    সীমানার বাইরে চলে  না জানি কত পাপী
    বৈরাগী তোর ওজন নিয়ে
    আয় মিজানের পাল্লায় যা!