হাহ্ হাহ্ হাহ্─হাসির রাজ্য
বিধবা খায়না দাবা;
চলনে ওগুলো হাতি হয়ে গেছে
হায়েনার মত থাবা!


বোনটা বিধবা মায়েও বিধবা
বউটাও বিধবা হক;
ফুটফুটে এ কন্যার কপালে
এমনি লেখা হক!


মরে যাই যত নর বাঙ্গালি
ন পুংশকের দল;
রাজনীতি মাঠে বিধবাই নাচুক
বিধবার হক ঢল!


একটা বিধবার ছাদ হয়ে রব
এতটাই যখন আশা;
ক্ষমতা দ্বন্দ্বে মেকী হয়ে গেছে
বিধবার ভালবাসা!


কেন যে আজো বেঁচেঁ আছি দেশে
বিধবায় দেয় চাপ;
পিতা হারা মন ছাই হয়ে আছে
কাকে যে ডাকব বাপ!


মাপ কর বোন বিধবার দল
তোর কানে দেব দুল।
তুই কেন সদা মারিবার তরে
এতটাই মশগুল?


কার জন্যে তুই হায়েনা হয়েছিস
এত কেন তোর বল;
তুই কি আমায় দাবিয়ে রাখতে
এভাবে করবি ছল?


সইবনা আমি ছলনা দ্বন্দ্ব
এতো কোলাহল সুর;
তাইতো তোকে রাজ্য বিলিয়ে
যেতে চাই বহুদূর!


ছেলে শিশু দেশে জন্ম না হক
বিধবায় হক চাষ;
বিধবা-বিধবা চুলো-চুলি হক
বারমাস-বারমাস!


ভাগিনী সেদিন বলেছিল মামা
বিধবা হওয়ার সখ
ভুল-ভাল কোন রাজনীতি করবে
খুনসুটি ভরা চোখ!


ভাগিনী জামাই আধ্-মরা বেটা
কর্ম বোঝেনা সোনা;
কাদের এ মামা কাদের ও মামা
সারাদিন দিন গোণা!


বাজার? ও গুলো বিধবা-বিধবা
তেল গ্যাস নাই নাই;
নকশা পড়ানো সোনার বাংলায়
কাজহীনা বাজখাঁই!


চলন বিধবা- বলন বিধবা
বিধবার একশেষ;
সমিরণ থেকে হিমেল হাওয়া
সবখানে একবেশ!


দর্শনগুলো ঠুনকো-ছড়ানো
ভিতহীন যাযাবর;
চিন্তা-চেতনা বিধবা বানিয়ে
নিজে নিজে খাই চড়!


শালিরা সবাই বিধবা সাজুক
বিধবার এই দেশে;
বিধবারা এসে স্বাগত জানাক
বিধবার হাসি হেসে!


রাজ্য বিধবা কার্য্য বিধবা
বিধবা-বিধবা মিল;
ঘর ভরা শত নাচারি দেখেও
বিধবা মার্কা ঢিল!


বিধবা-বিধবা বিশাল লাইন
বিব্বা ভাতার জন্য;
বিধবা দিয়েই বিধবা বাংলা
না জানি বুঝি ধন্য!


সড়ক বিধবা-বুলেট বিধবা
(আহা!) বিধবা স্বর্গে যাক;
বিধবা তৈরির সকল বিধবা
(সোজা) নরকে নরকে থাক।


বিধবা যন্ত্র বিধবা মন্ত্র
বিধবা-বিধবা বোল;
বিধবা বানাতে এ ষড়যন্ত্র
বিধবারে ঘরে তোল!


মার-রে বিধবা-গড় রে বিধবা
পিলখানা ডামাডোল;
বিচারের নামে ফাঁসির কাস্টে
আবার বাজল ঢোল!


আমিও বিধবা-তুমিও বিধবা
সকলে বিধবা হক;
ক্রন্দনহীনা বিধবার লাগি
বিধবা-বিধবা শোক!


মিটিমিটি চোখে কুমির কান্না
মায়াহীন দাগাবাজ;
বিধবার সাজ তু্ইও পড়ে নে
এটাই মোদের সাজ!


...
মরে যাই-মরে যাই;
বিধবার দেশে বেঁচেঁ থাকবার
কোন অধিকার নাই!


আমি বিধবার গান গাই─
বিধবা হিসাবে বিধবারা ছাড়া
কারো দেশে থাকা নাই!


পিতাও মরেনি মাতাও মরেনি
প্রেমিক মরেছে তাই
বিধবার সুরে মেয়ের নালিশ
তার নাকি কেউ নাই!
...
আমারো কান্না পায়!
বিয়ের আগের বিধবা নারীর
কোন্ জনে নিবে দায়?


লুকিয়ে জেতার যুদ্ধে নেমে
কন্যা হারাল ধন;
এইভাবে সব বিধবাই হবে
সেঞ্চুরি প্রডাকশন!


বিধবা বানানো কল─
আইন-শাসন  সবকিছু মিলে
এইখানে দেয় বল!


বিধবার গ্যাঁড়াকল─
সব কল-বল একত্র হয়ে
বিধবীয় মিরাক্বল!


বাদ্যের তালে শোকাতুর─এ যে
বিধবা-বিধবা খেলা;
নাকের সামনে বিধবা বাদিরা
খেলে যায় সারাবেলা!


মেয়ের বাবারে এনে দাও মোর
বিধবায় কেঁদে কয়;
গুম-খুনে সব লয় হয়ে গেল
বিধবার হল জয়!


প্রচ্ছদ পটে স্বপ্ন রাজ্য─
বিধবার যত মায়া;
চাল-চুলোহীন জীবনে আমার
বিধবা-বিধবা ছাঁয়া!