চাঁদ, চাঁদ; চাঁদ! আমার চাঁদ!


তোরা      তাকাস্ না মোর চাঁদের পানে,
             পূর্ণ বসন চাঁদের পানে!
             চাঁদের মিষ্টি আলো প্রচার হল
             বাজল আমার হাজার গানে।


    মিটি মিটি তারার মেলায়
    তারেই চোখে পড়ে (আমার)
    বাতি ছাড়া আলো জ্বলে
    আর কারো কি ঘরে (বল)


       একলা মনে ভাবিস সাধক
       বলত বেকুব কিসের টানে!


কোন্ চাঁদে তুই চাঁদ ভেবেছিস
এমন চাঁদিল রাতে?
নীতিহীন সে দূর্নীতিবাজ
চাঁদ নাই যার সাথে। (আমার)


    এমন চাঁদের ছোঁয়ায়  যেজন
    পায়নি কোন আলো
    ভাল মাপার নেই কিছু তার
    সারা জীবন কালো


      অন্ধকারেও চাঁদ পাওয়া যায়
      যে পেয়েছে সেইত জানে!