সূর্যমুখী তোমার জন্যে
সূর্যটাকে ছিনে এনে দেব;
সূর্যমুখী তোমার জন্যে
সূর্যের গতি রোধ করে দেব।

সূর্যমুখী, সূর্যমুখী!
সূর্যমুখী, সূর্যমুখী!


সূর্যমুখী তোমার জন্যে-
সূর্যমুখী তোমার জন্যে-


আলো-আঁধারির জয়ন্তিকায়
মেঘের আড়াল দূর করে দেব,
সৌর ঝড়ের চলন্তিকায়
সমীকরণটাই চেঞ্জ করে দেব-


আলোয়-আলোয় ফুটবে তখন
কোনখানে আর মুখ যাবে না;
ভালোয়-ভালোয় ভরবে তখন
কোন দিকে আর চোখ যাবেনা।


সূর্যমুখী, সূর্যমুখী;
সূর্যমুখী, সূর্যমুখী!


সূর্যমুখী তোমার জন্যে-
সূর্যমুখী তোমার জন্যে-


সূর্যমুখী তোমার জন্যে
আহ্নিক গতি যাক থেমে যাক,
সূর্যমুখী তোমার জন্যে
বার্ষিক গতি থাক থেমে থাক-
  
   সূর্যমুখী তোমার জন্যে
   সূর্যটাকেই স্থির করে দেব!


সূর্য যদি জ্বলে থাকে
বাতাসের গতি বাড়ে;
সূর্য যদি ডুবে থাকে
তারকারা ভীড় করে!


সূর্যমুখী তোমার পানে
বুকের পাটা কার চেয়ে দেখুক;
সূর্যমুখটা ফিরিয়ে দিতে
ঠুনকো অজদল কাছে আসুক...


সূর্যমুখী, সূর্যমুখী;
সূর্যমুখী, সূর্যমুখী!


সূর্যমুখী তুমি আছ তাই
সূর্য এসে আলো দিয়ে যায়;
সূর্যমুখী তুমি আছ বলে
সূর্য এসে সুর করে গায়!


সূর্যমুখী তোমার জন্যে -
সূর্যমুখী তোমার জন্যে -


সূর্যমুখী তোমার জন্যে
আর যত ফুল পথে পড়ে থাক;
সূর্যমুখী তোমার চাওয়ায়
যত চাহনি ম্লান হয়ে যাক-


  সূর্যমুখী তোমার জন্যে
  ভালোবাসা-প্রেম উজাড়  করে দেব।