লম্বা লাইনে রোদে পুড়ি বসে—
সার নিয়ে করব জমি চাষ;
কীট নাশক আর ওষুধ কিনি
আকাশ ছোঁয়া দামে বারমাস!


                   —চাষ করি চল বাঁশ জমিতে
                    চাষ করি চল বাঁশ!
              


হয়রাণি আর পেরেশানি
লুকোচুরি-টানাটানি—


    মৌসুমটাযে চলে গেল
    আলুর আবাদ হয়নি ভাল
    লোডশেডিং এ ধান পুড়ে যায়
    ফলন পায়যে হ্রাস!
                    —চাষ করি চল বাঁশ!


ভাল বীজে পয়সা দিলাম
ফসল ভাল মিলেনি;
আমার ঘরে না থাকলেত
তোর পাতেও ওঠেনি!


শাসন করা-শোষণ করা
কৃষক মারা-কৃষক মারা—


    ভুর্তুকিতে ঠান্ডা করে
    ব্যবসিকেরা পকেট মারে
    গোলা আমার থাকলে শূন্য
    সবার করব সর্বনাশ!
                 —চাষ করি চল বাঁশ!