গাছে-গাছে মারামারি—গাছে-গাছে কাড়াকাড়ি
গাছে নয়—মাথায় ধরেছে বেল;
আমার জমিতে গাছ—পরের জমিতে গাছ
দেরি নয়—গাছটারে তুলে ফেল!


   গাছের ধারেতে গাছ—গাছের ভীরেতে গাছ
   তুলির তোড়েতে গাছ—মনের ঝোড়েতে গাছ
   গাছটাযে চেয়ে আছে বাঁচাতেই মরা হয়ে
   প্রতিদিন ঢালি তেল!
                —গাছে নয়—মাথায় ধরেছে বেল!


বৃক্ষ লাগাবি লাগারে তবে
নিয়ম ও আইন সহ;
আপন জমিতে সোনা ফলে খা
দেখতে যাবেনা কেহ।


   গাছে আর গাছে খেলা-গাছে আর গাছে মেলা
   গাছের জন্য করে গাছেরাই অবহেলা
   ফলের জুটিতে গাছ—সীমানা পিলারে গাছ
   গাছ দিয়ে জমি ঠেল!
               —গাছে নয় —মাথায় ধরেছে বেল!