ধূলার সাথে গান গেয়ে যাই
পদ চিহ্ন এঁঁকে পিছু;
উদার আকাশ-শান্ত সাগর
দেখতে পেলাম বুঝি কিছু!


   পিছু তাই ফিরে যাব কি
   একটু বলনা গো আমায়
   নাকি মান্য চরণ নাচবে
   সম্মান এনে দিতে উঁচু
        —পদ চিহ্ন এঁঁকে পিছু!


ফুলের মত চুপ থেক না
ছিঁড়ে ফেলা হতে পারে;
কাঁচের খেলায় কোমল চরণ
উঃ না জানি কাটতে পারে!


   সূর্যমুখী সূর্য পেলে
   আমায় ফিরে যেতে বল
   নয়ত কোন মিথ্যা খেলায়
   নিজেকে করোনা নিঁচু
        —পদ চিহ্ন এঁঁকে পিছু!