ষোলই ডিসেম্বর!
অনেক ত্যাগ আর তিতিক্ষাতে
পেয়ে গেছি ঘর-
ষোলই ডিসেম্বর আমার...


   হানাদারদের হানায় আমরা
   থেমে দেইনি বাক-
   স্বাধীনতার স্বাদ আনিতে
   সাত মার্চের হাঁক-


      ঝাঁকে ঝাঁকে নেমে করলাম
      যুদ্ধ গুরুতর।


হায়েনাদের নির্যাতন
পাল্টে দিলাম পটে;
পাক বাহিনী হানাদারের
যা ঘটার তাই ঘটে।


   অবশেষে মুক্তি স্বাদের
   এসে গেল দিন;
   মুক্তিযোদ্ধার নাম শুনিলে
   সম্মানে হই লীন-


      মানস পটে বরণ তাদের
      হয়না কেহ পর।