আঁকা-বাঁকা সমান্তরাল
ট্রেন চলেছে কার বাড়ি-
ইস্টিশনে চাড্ডা মারি
প্লাটফরমে হয়  দেরি!


   ইন্টারসিটি গাড়ি আসে
   এ ইস্টিশন ধরে না
   লোকাল ট্রেনে উঠতে হবে
   মনটা আমার মানে না


      ইচ্ছে করে রেল লাইনটা
      কাঁধে তুলেই যাই বাড়ি!


ট্রেন আসে-যায় বগি গুণি
কোনটা  আছে ফাঁকা;
কোনটা  ভুলে  হাতটা ধরে
নিয়েই যাবে ঢাকা।


   একটি ট্রেনের টিকেট ছিল
   জানতাম আসন ভরেনি
   এটাওযে আন্তনগর
   মিনিট ধৈর্য ধরেনি


      আসে-চলে ঝক্ঝকা-ঝক
      আমায় ছেড়ে  দেয় পারি!