কেউ আসে করতে চুরি
কেউ আসে ভরতে ভূঁড়ি
কেউ আবার ধরতে লাগাম
উড়াতে সোনার ঘুড়ি!


   কেউ সমাজ গড়বে কেবল
   কেউ আবার ভাঙ্গবে কেবল
   বিধানেও এটাই নিয়ম
   নিয়মের ধার কী ধারি!


সমুখে চলছে সাধক
পিছনে টানছে কেহ;
কেউ পড়ে পায়ের তলে
আকাশে উড়ছে কেহ!


   কী জানি ব্যস্ত মাথায়
   না জানি চলছি কোথায়
   লেপে ফের করুক ধূলা
   আমি সে ধূলাই মারি!