আমি যাহা পাইয়াছি তাহা তুমিই দিয়েছ,
যাহা হারিয়েছি তাহা আমার ছিল না।
এ মহাবিশ্বে আমি অতি "অতি নগণ্য''।
অহংকার কিংবা প্রমাণ করিবার মতো
কোন যোগ্যতা আমার নাই।
তুমি যাহা দাও ,হে রহিম রহমান !
আমি তাহাই প্রকাশ করি।
আমার যত দান সবি তোমার,হে মহান!
যে কষ্ট দিয়েছে তাকে বুঝ দাও
আর আমাকে দাও ধৈর্য।
তোমার প্রেম প্রীতি শেখাও মোরে।
যেভাবে তুমি ধরণীতে দাও ভারসাম্য।
হে মহান!
আমার কিছু নাই সবই তোমারি দান।
যেভাবে তুমি পৃথিবীকে করিয়াছ সবুজ ,
কল্পনাতীত তরু লতায় সজীবতা আনিয়াছ।
যেভাবে নূহকে নতুন পৃথিবীতে প্রত্যাবর্তন করিয়াছিলে,
আমাকে প্রত্যাবর্তন ঘটাও তোমার দিকে।
হে মহান!
ধৈর্যের শক্তি দাও!
ভালবাসার শক্তি দাও!
সেবা করিবার শক্তি দাও!
সত্য প্রতিষ্ঠার শক্তি দাও!
প্রেমের শক্তি দাও!
দয়ার শক্তি দাও!
আলোকিত করিবার শক্তি দাও!
আলো ছড়ানোর শক্তি দাও!
হে মহান!
তোমাকে ভালবাসিবার শক্তি দাও!
হে মহান!
এ মহাবিশ্বে আমি অস্তিত্বহীন।
হে মহান!
____রুবেল
রবের দিকে প্রত্যাবর্তন (২১/০৩/২০২৩ইং)