আমার মুখের জড়তা দূর করে দাও,
আমি কথা বলব।
আমি মানব মুক্তির জয়গান গেয়ে যেতে চাই।
অপূর্ব মানব সংগীত রচনার ইচ্ছা জাগিছে আজ।
দুর্ভাগা জাতি অনাহারে, অর্ধাহারে, কংকালসার।
তাদের দেহ আজ কথা বলতে চায়।
আজ নিত্য স্বপ্ন দেখি।
আকাশে উড়তে চাই শিখল খুলে দাও।
মুক্ত বাতাসে শ্বাস নিতে চাই।
আজ দিগ্বিদিকে ছুটে চলা
নিত্য তারুণ্য ভর করেছে আমায়।
আজ ছুটবই।
কৃত্রিম পরিবেশে শিশুর বেড়ে ওঠা বন্ধ হোক।
আমাদের শিশুদের জন্য সবুজ পৃথিবী দরকার ।
পৃথিবীর মানুষরা এক হও।
আজ শিখল ভাঙ্গার গান গাইব।
নিশি রাতে আসমানের তারা দেখতে চাই।
নারকেল গাছের চিড়ল পাতার ওপাশ দিয়ে
তালার মতো চাঁদ উঠেছে।
আজ দেখতে চাই।
আজ কথা বলতে চাই।
আজ হাঁটতে চাই।
আজ দাঁড়াতে  চাই।
আজ মাঠ চাই।
শুধু  বিল্ডিং আর বিল্ডিংয়ের ফেলা
গরম নিঃশ্বাস
ফুসফুস ঝলসে দিচ্ছে ।
জানালা দিয়ে খন্ডিত পৃথিবী দেখতে চাই না।
শোষণমুক্ত পৃথিবী চাই।
আমার সমস্ত শিখল খুলে দাও।
____রুবেল
শিখল খুলে দাও(২৪/০৪/২০২২ইং)