আমি আসলে কি
মানুষ নাকি পরাধীন খ্যাপা পাগলাটে
নিজের গভীরে আবেগী প্রশ্ন আজো জানতে ই পারিনি
আমি কি সত্যি তাই……
কবির ভাষার চিৎকার করি বিদ্রোহী আমি সন্ন্যাসী
আমি সংহার ঘর বিবাগী শূন্য জীবন আদৃত বৈরাগী
ওমর খৈয়াম ক্যাস্পিয়ান আমি হৃদয়ে বাংলাদেশটারে
আছি অলংকারের সুবাস বিহীন পাতা ঝরা বন মর্মরে।


আমার দু হাত বাঁধা যেন আবদ্ধ জেল খানা
জন্মেছি অসহায়……
সৃষ্টি সুখের উল্লাসে মোড়া মৃতদেহ আমি পল্টনে
পাপে আকণ্ঠ নিমজ্জিত আমি নাচি নৃত্যের তাণ্ডবে
সাগর কন্যা নীলিমার জল গোলাপ ফুটাই কাশ্মীরে
পরাজিত নাকি বিজেতার বেশে ছায়া আবৃত অন্তরে।।


(শনিবার, ২২ আগস্ট ২০২০, ০৭ ভাদ্র ১৪২৭, ০২ মুহাররম ১৪৪২ হিজরী)