কালো পানি ঢেউ সুসুক মাছের নির্ভয় জনপদ
কাশফুল ভরা বালুচর চিরে ব্রহ্মপুত্র নদ
কতদিন তোর পানিতে ভিজেছি বর্ষা শ্রাবণ মেঘ
স্রোতের বাজনা ছলাৎ শব্দ প্রশান্ত গতি বেগ
কুয়াশার ভোরে গুন টেনে চলে রঙ্গিন সাম্পান
ও পাড়ে বসতি কৃষক বলে এক মুঠো চিঁড়া খান
ঢেউয়ের তালে গেরুয়ার পালে লগি বৈঠার সারি
কিশোর বেলার নৌকার দাঁড়ে ব্রহ্মপুত্র পাড়ি।


চোখ জুড়ে যায় সাম্পানে দোলে আকাশের ঐ নীল
ডিঙ্গিতে ভেসে পাল তুলে দেখি ছাই রঙা গাঙচিল
ঢেউ খেলে পাড়ে মাছ ধরে জালে খরস্রোতা অস্থির
হাজার বছর হাজার রাত্রি দুপাশে সবুজ তীর
শরতের জামা কাশফুল বন সাদা কালো মেঘ সারি
ব্রহ্মপুত্র হবে কি দেখা বুক ভরা আহাজারি।।


(মঙ্গলবার, ০৯ জুলাই ২০১৯, ২৫ আষাঢ় ১৪২৬, ০৫ জিলকদ ১৪৪০)