নীল আকাশের নীচে পাহাড়ের সারি
নিস্তব্ধ নীলে উড়ে কালো ছোট পাখি
পেঁজা তুলার মত মেঘ যায় ভেসে
বাঁকানো পাহাড়ি পথে লোকালয় মেশে।


পাহাড়ি ফুলের টানে উড়ে মৌমাছি
দুহাত বাড়িয়ে খেলে নীল প্রজাপতি
কি জানি উদাস করা মায়াবী সুঘ্রাণ
দৃষ্টি নন্দনে সাজে সবুজ বাগান।


দুধের ঝরনা ঝরে পাহাড়ি দেহে
ইস্পাত চমকানো ঢেউ খেলে নদী
বিশাল প্রকৃতি এই নীল বেলাভূমি
মৃদু বাতাসের শ্বাসে নব মৌসুমি।


দূর থেকে বহুদূর শুধু ব্যাকুলতা
নিস্তব্ধে স্তম্ভিত স্বর্গ পৃথিবী
আজন্ম স্বপ্নে লালিত লোকালয়
দৃষ্টি দিগন্ত পাড়ে হারাবার ভয়।


উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিম
যেদিকে দু কান পাতি নিঃশব্দে অসীম
ক্লান্তির অবারিত শান্তি আধার
আদিগন্ত পাহাড়ের নীল পারাবার।


নীলগিরি নীলাচল তাই ভালবাসি
স্বপ্ন পিছে ফেলে চিম্বুকে আসি।।


(রোববার, ২৬ মে ২০১৯, ১২ জ্যৈষ্ঠ ১৪২৬, ২০ রমজান ১৪৪০)