অক্টোবরে, যমুনার জলে পানি হয়ে যায় তীর
পাহাড় চূড়ায় পুঞ্জীভূত, গ্লেসিয়ার গলে গিয়ে
উজ্জ্বল আলো দুর্বার গতি, এক পলকেই ধোঁয়া
বাতাসের টোকা, ফুলের গন্ধে ইশারায় মগ্নতা
পাখিদের গানে, হৃদয় বিলীন ভল্গা অধীশ্বরে
সূর্য আগুনে পুড়ে যায় দিন, মঙ্গল গ্রহ রাতে
গিরি ঝর্নায় নেত্র কোণে, বিস্ময়ে চেয়ে থাকা
বৈকাল হ্রদ সাগর কন্যা পান্নায় অনুরাগে;


উপত্যকায়, ময়ূরপঙ্খি শিল্পীর দূতাবাসে
চঞ্চল মন নীলাঞ্জনা বারবার ফিরে আসে
হয়তো তিনি, কার্য কারণে দিয়েছেন অপরূপ
আঙ্গুর ফল স্বর্গের গুণে, করেছেন প্রস্তুত
যার ভালোবাসা স্রষ্টার সাথে, সৃষ্টির সাথে না
বিজলী চমকে ঝরে যায় মেঘ একফোঁটা একফোঁটা।


(শুক্রবার, ০৬ মে ২০২২, ২৩বৈশাখ ১৪২৯, ০৪ শাওয়াল ১৪৪৩ হিজরী)