শুধুই ধন্যবাদ, তারপর আর নেই কিছু
পিছে ফেলে ছুটে চলা শূন্যতা অজানার পিছু
সেই শুরু গাছে ঘেরা সবুজ বাগানে
দেবদারু মেহগনি শাঁখে
নেই কোন অনুভূতি
নিস্তব্ধ আঁকা ছবি মেঠো পথ বাঁকে;


বুনে গেছে দিনগুলো মাসের হৃদয়ে
নদী চঞ্চলা ছিলো বর্ষার জলে
আষাঢ়ে অশ্রু সিক্ত বৃষ্টি শ্রাবণে
পেঁজা তুলা হেমন্ত রাত শিশির শরতে
কত তারা আনাগোনা গভীর নিশীথে
কত পাখি ডাকা শুভ্র ভোরের মিছিলে;


রয়ে গেছে ধন্যবাদ শূন্যতা ধেয়ে আসে পিছু
হেরে গেছে অপেক্ষা এখনো পথের বাকি আছে কিছু।।


(শুক্রবার, ১৭ জুলাই ২০২০, ০২ শ্রাবণ ১৪২৭, ২৫ জিলকদ ১৪৪১)