বলে,
ধর্মটা যার যার ফুর্তি সবার
সর্ব উচ্চে রেখে দেশটা আবার
মানব সত্য নাকি অগ্রে সবার
সকল ধর্মবানী সম কারবার
আইন বানিয়ে হাসে গন সরকার;


তাহলে,
কর্মটা যার যার মাহিনা আমার
বিয়েশাদী যার যার প্রেয়সী সবার
রান্নাটা যেই করো দাওয়াত তোমার
বুলি ছুড়ে দেয় এই দেশ জনতার
আবরণে চুইংগাম ভেতরে রাবার;


চলে,
পাপকে ঘৃণা কর উপদেশ তার
পাপি চাষ সংবাদ পড়ে সমাচার
পাপি সব করে রব সুখে সংসার
পাপ পাকড়াও করো ফাঁসিতে বিচার
পাপাচারী ছেড়ে দেয় দেশটা বাবার;


অথচ,
পকেটে পয়সা কাঁপে দস্যু থাবার
বণিক মজুরি লাভ লুটেরা খাবার
গোয়ালটা যার বলে গরু হলো ষাঁড়
ভিন্ন চিন্তাধারা হলে গ্রেফতার
কাঁটাতারে বেড়াজাল পৃথিবী ভাগাড়!


(সোমবার, ১৬ নভেম্বর ২০২০, ০১ অগ্রহায়ণ ১৪২৭, ২৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী)