শহরে, গলির রম্বস দ্যাখে জটলা বিহীন মোড়
রাত বারটায়, চায়ের দোকানী ফিরে যায় বস্তিতে
আস্তে আপসে, বাষ্পের মত উড়ে যায় সমাগম
ব্যাটারি চালিত রিকশায় কারো ঢেউ বাঁকা কুন্তল  
বিপণি বিতান, এখন শুধুই প্রসিদ্ধ ফুটপাতে
বাইশ ডিগ্রি তাপমাত্রার কাঁচের শপিং মলে
হাজার লক্ষ যাত্রীর হাতে, ট্র্যাভেল ব্যাগের বোঝা
বোরকা কামিজ, জিন্সের প্যান্ট, হাইহিলে সখ্যতা
বাস কাউন্টারে, শিশুদের হাতে বিখ্যাত ক্যাটবেরী
প্রশ্ন করে কখন আসবে, বার বার দ্যাখে ঘড়ি
কষ্টের মাঝে সবার মুখে, স্বপ্নে গ্রামের বাড়ি
টার্মিনালে লঞ্চের ডেক, প্লাটফর্ম রেলগাড়ি;


তারাবী নামাজ, কুরআন খতম, কমে যায় রাত্রিতে
ইফতার খাওয়া, বাহারি খেজুর, শরবত মাসজিদে
ঈদের বোনাস হাজার কোটি, দেশের অর্থনীতি
পাঞ্জাবী আর নতুন পোশাক রামাদান সংস্কৃতি
সবার খুশি গ্রামের গাহে ঈদের নামাজ পড়া
বুকে বুক রেখে সিনায় সিনায়, আঙ্গুলে মুসাহাফা;


নগরে ধূসর, ফ্লাইওভারে যান্ত্রিক চলাচল
শত ব্যস্ততা, ক্রেতা বিক্রেতা, নিস্তেজ কোলাহল।
রাস্তা ইটে, লোহা কংক্রিটে, আমাদের এই গ্রাম
ঈদ মুবারক সবার জন্য, বন্ধু আস্‌সালাম।


(শনিবার, ৩০ এপ্রিল ২০২২, ১৭ বৈশাখ ১৪২৯, ২৮ রমজান ১৪৪৩ হিজরী)