যদি মনে পড়ে যায় আবার
শেষ বিকেলের বিধুর গান
রঙিন মেঘের কল্প কথায়
তুমি অদৃশ্য অন্ত প্রাণ।


যদি এসে পড়ে সেই অনুক্ষণ
আলো আঁধারের প্রতিচ্ছায়
প্রথম দেখার বাজ চমকানো
সুখানুভূতির আকুলতায়।


যদি দেখা হয় বৃষ্টি ভেজা
অতি আষাঢ়ে পানির জল
সেখানেই আছে অসংখ্য বোঝা
দুঃখের সারথি অধীশ্বর।


যদি মনে পড়ে সন্ধ্যার রেখা
লাল কুন্তলে নিওন সাইন
চিকুরের ঢেউ নদীর মত
আমি নিরবধি ধীরা শ্রম।


এভাবে সাজে ভালবাসা সিঁড়ি
অবিশ্বাস্য দূর অতীত
এর নাই কোন শেষ পরিণাম
চিন্তার ঘোড়া আধ্যাত্মিক।


এভাবে হয়তো মনে পড়ে যায়
ভেজা চোখ যেন অশ্রু ঝরায়
প্রতিটি শব্দ জীবন খাতায়
দূর নীলিমার গল্প গাঁথায়
দিগন্ত হারা কালো মোহনায়
সফেন জলের ঝরনা ধারায়।।


(মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০, ৩ ভাদ্র ১৪২৭, ২৭ জিলহজ ১৪৪১)