শেষ বিকেলের মিষ্টি আকাশ
যদি মনে পড়ে যায় তোমায়
আলোকিত হাতে লালিমার ছবি
হারানো দিনের মালা গাঁথায়।


যদি এসে পড়ে স্মৃতি কাতরতা
আলো আঁধারের একটু শ্বাস
প্রথম দেখার পিলে চমকানো
ব্যথা অনুভূতি পূর্বাভাস।


পেছন ফিরে যদি দেখা যায়
বৃষ্টি ভেজা শ্রাবণী ঢল
যেখানে শুধু অথৈ বোঝা
দূর দিগন্তে পূর্বাচল।


যদি দেখা হয় সন্ধ্যা রেখায়
লাল কুন্তলে নিওন সাইন
চিকুরের ঢেউ নদীর মত
শূন্য নিয়তি পাশে দাঁড়ায় ।


প্রতিদিন অতি প্রকৃতি আসে
মৃদু সন্ধ্যার কল্প কেশ
মোহে আবিষ্ট ছুটে চলা পথ
অবিরাম কথা নাই আবেশ
সেখানে হয়তো আমি প্রকৃতি
শুষ্ক আবেগী হৃদয় রেশ
এভাবেই যদি মনে পড়ে যায়
কবিতার গীতি মালা গাঁথায়।


(বুধবার, ১৯ আগস্ট ২০২০, ৪ ভাদ্র ১৪২৭, ২৮ জিলহজ ১৪৪১)