তুমি
কবিতার কথা চোখ তোমার
গোধূলি বিদায় লাল চরণ
কুয়াশা সিক্ত শুভ্র প্রভাত
রঙ তুলি আঁকা শিল্পীতে


কথা
নদী বহমান সুর ধ্বনি
চোখের পাপড়ি শিরোমণি
আবেদন গান মূর্ছনা মালা
সবুজ বনানী নিভৃতে


ছিলে
মেঘের আঁধার সৃষ্টিতে
অঝোর অশ্রু বৃষ্টিতে
স্রোত নিঃশেষ রিক্ত কান্না
মোহময় মৃদু দৃষ্টিতে


একা
কিছু কল্পনা দূর অনুক্ষণ
বুকে সান্ত্বনা বিক্ষুব্ধ মন
অস্ত বেলার ভীরু আঙিনায়
পাতাঝরা সুর মিষ্টিতে


রাতে
এই কথা কেন কথা অবেলা
শুভ্র সন্ধ্যা নীল অবহেলা
কাশফুল বন বিশাল ভূমি
নিশ্চল নিভু দৃষ্টিতে।।


(শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০, ২৬ অগ্রহায়ণ ১৪২৭, ২৫ রবিউস সানি ১৪৪২ হিজরী)