বাংলাদেশটা মায়ের আঁচল উষ্ণতা অনুভূতি
শুভ্র শীতল ঝরনার পানি সবুজ বিশাল ভূমি
মহানন্দা ইছামতি নদী তিস্তা সোমেশ্বরী
আড়িয়াল খাঁ কীর্তনখোলা বড়াল নাগেশ্বরী
গড়াই রূপসা পুনর্ভবা পশুর কর্ণফুলী
কপোতাক্ষ সাঙ্গু ঘাঘট তিতাস মাতামুহুরি
শীতলক্ষ্যা হলদা কংস চিত্রা ধলেশ্বরী
বুড়িগঙ্গা ধলা কুশিয়ারা করতোয়া মধুমতি
পদ্মা মেঘনা যমুনার কথা জানে পৃথিবীর লোকে
চেংগি ভুলুয়া ডাকাতিয়া কাঁদে চমকানো বালি স্রোতে
নবগঙ্গা ধরলা সুরমা বংশী সুতারখালি
গোয়াইন সারি মনু মুহুরী কাসালং নাফ ফেনী
ভৈরব নদী ডাহুক সুতাং ধানসিঁড়ি বিষখালী
কালিগঙ্গা হাড়িয়াভাংগা বিবিয়ানা বাকখালি
তুরাগ পাড়ে পুণ্যর ধ্যানে ঢেউ খেলে দেবদূত
ধনু সুরমার পূর্ণিমা রাত অদ্ভুত অদ্ভুত
লও হে সালাম হবেনা শহীদি লুহু ধারা নিঃশেষ
ওয়াদা তোমার জন্মদিনে স্বাধীন বাংলাদেশ।।


(বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০, ১ পৌষ ১৪২৭, ৩০ রবিউস সানি ১৪৪২ হিজরী)


<বাংলাদেশের জন্মদিনে কবিতার আসরের সব সম্মানিত কবির জন্য অভিবাদন ও শুভেচ্ছা>