এখানে সবুজ শীতল চোখের বসন্ত উদ্যান
বুড়িগঙ্গার পানির স্রোতে আত্ম অনুপ্রবেশ
চির নিদ্রায় দাদা দৌহিত্র মায়ের কৃষ্ণ কেশ
পদ্মা মেঘনা যমুনার গৃহ আমার বাংলাদেশ।।


রুপালী চাঁদোয়া শস্য ভূমি বিস্তীর্ণ চারিপাশ
পাখির ডাকে পাহাড় সাজে সাগর নীল আকাশ
চলন বিলের অথৈ অশ্রু ঢেউ চমকানো জল
পর্ণ কুটিরে ঠাই এক ফোঁটা প্রদীপের উজ্জ্বল।।


মসলিন পুঁথি সবুজ লালের পতাকা আমার বেশ
সকাল সন্ধ্যা দৃঢ় ভালোবাসা স্বাধীন বাংলাদেশ
শরতের রূপে অপরূপ সাজে বাংলাকে ভালোবাসি
সবুজ বাংলাদেশ চিরদিন হৃদয়ের পাশাপাশি।।


(শুক্রবার, ৩১ জুলাই ২০২০, ১৬ শ্রাবণ ১৪২৭, ৯ জিলহজ ১৪৪১)